আজকের দিন তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বৃক্ষরোপণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২০ , ১২:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ১ কোটি গাছ রোপণ কর্মসূচীর। গতকাল দুপুরে শহরের নিমতলা এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মার্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) উম্মে ইশরাত, এডিএম বিজেন ব্যানার্জী, কৃষি বিভাগের উপ-পরিচালক তমিজ উদ্দিন খান, এনডিসি প্রতিক মন্ডলসহ বন বিভাগের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষুধি গাছ লাগানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী সারাদেশে ১ কোটি গাছ রোপন কর্মসূচী গ্রহণ করেন। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলায় গাছ লাগানো উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট আবু জাহির এমপি বলেন, গাছ মানুষের পরম বন্ধু।