আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস: নারী ক্রিকেটারদের লড়াই আজ শুরু

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস: নারী ক্রিকেটারদের লড়াই আজ শুরু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২১ , ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টে আজ মাঠে নামছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। পদক জয়ের লড়াইয়ে বাংলাদেশ রেড, বাংলাদেশ ব্লু, বাংলাদেশ গ্রিন নামে তিনটি দলে ভাগ হয়ে খেলবেন সালমা-রুমানা আহমেদরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনালসহ চারটি ম্যাচ।
ওয়ানডে ফরম্যাটে খেলা হবে। আজ প্রথম ম্যাচে বাংলাদেশ রেড দল মুখোমুখি হবে বাংলাদেশ ব্লু দলের। রেড দলে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার রয়েছেন। ব্লু দলের বড় তারকা সালমা খাতুন, জাহানারা আলম। তার সঙ্গে আছেন মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানারা। গ্রিন দলে রুমানা আহমেদ, শারমিন সুলতানা, সানজিদা ইসলাম, রিতু মনি, পান্না ঘোষ, খাদিজা তুল কোবরা রয়েছেন। দলগুলোতে অনূর্ধ্ব-১৯ দলের কয়েক জন উঠতি ক্রিকেটারও সুযোগ পেয়েছেন। তিন দলের তত্ত্বাবধানে আছেন দেশীয় তিন কোচ। গতকাল সিলেট স্টেডিয়ামে তিনটি দলই অনুশীলন করেছে।
আগামী ৮ মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ গ্রিন দলের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ ব্লু দল। ১০ মার্চ বাংলাদেশ রেড দল-বাংলাদেশ গ্রিন দল পরস্পরের মুখোমুখি হবে। সেরা দুই দলকে নিয়ে ১২ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ গেমসের মূল আসর শুরু হবে এপ্রিলে। তখন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। তাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অনুমতি সাপেক্ষে ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলো এখনই আয়োজন করছে বিসিবি।