আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২২ , ১২:০৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনার পাথরঘাটার দক্ষিণ পশ্চিম সুন্দরবন ফেয়ারওয়ে বয়া এলাকায়। ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে আরও।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলারে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করা হলেও এখনও ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।।