আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২৪ , ৩:৩৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীর একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বনানীর ৪ নম্বর রোডের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের তিনটি ইউনিট সেখানে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।