আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বনানীর নির্মাণাধীন ভবনের আগুন নিয়ন্ত্রণে

বনানীর নির্মাণাধীন ভবনের আগুন নিয়ন্ত্রণে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২৪ , ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর বনানীর নির্মাণাধীন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৩ টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  এর আগে দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।  রোজিনা আক্তার বলেন, বনানীর ৪ নম্বর রোডের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।