আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বন্দুকধারীদের গুলিতে আফগানিস্তানে ৩ নারী স্বাস্থ্যকর্মী নিহত

বন্দুকধারীদের গুলিতে আফগানিস্তানে ৩ নারী স্বাস্থ্যকর্মী নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২১ , ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  আফগানিস্তানের পূর্বের নগরী জালালাবাদে বন্দুকধারীরা তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে। নিহতরা দেশটিতে পোলিও টিকাদান কর্মসূচিতে কাজ করতেন। মঙ্গলবার জালালাবাদের দুইটি পৃথক স্থানে বন্দুকধারীরা এ হামলা চালায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জালালাবাদের দুইটি পৃথক স্থানে প্রায় একই সময়ে বন্দুকধারীদের গুলিতে পোলিও টিকা দান কার্যক্রমে অংশ নেওয়া দুইজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী এবং পোলিও টিকাদান প্রকল্পের একজন সুপারভাইজারকে হত্যা করে।

একই দিন সকালে নানগরহার প্রদেশের প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রবেশ পথে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি। এখন পর্যন্ত এ সব হামলার দায় কেউ স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্স থেকে তালেবানের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।