আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বন্যা-ভূমিধসে তছনছ কেরালা, প্রাণহানী বেড়ে ২৭

বন্যা-ভূমিধসে তছনছ কেরালা, প্রাণহানী বেড়ে ২৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২১ , ১:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানীর সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির ইদুক্কি ও কত্তাইয়াম জেলা। জি নিউজের খবরে বলা হয়, পরিস্থিতি সামাল দিতে সোমবার সকালে একটি জরুরি বৈঠক করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন।

এর আগে রোববার প্রবল বর্ষণের কারণে পানি জমে কেরালার বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়। অনেক স্থানে ভূমিধস হয়। ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, সড়ক-মহাসড়ক ডুবে গেছে পানিতে। অনেক স্থানে ভূমিধসে বাড়িঘর ভেঙ্গে গেছে।

টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি নালা দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে এর তীরে থাকা একটি সুন্দর পাকা বাড়ি ভেঙ্গে পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

কেরালার মূখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন রোববারও উদ্ধার অভিযান জোরদার করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তিনি বর্ষণের কারণে যেসব এলাকায় পানি জমেছে, সে এলাকাগুলোয় আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা জোরদার করতে উদ্ধারকারীদের তাগিদ দেন।