বব মেনেন্ডেজের সাময়িক পদত্যাগ
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ঘুষ গ্রহণের অভিযোগ উঠায় যুক্তরাষ্ট্র সিনেট ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান পদ অস্থায়ী ভিত্তিতে ত্যাগ করেছেন বর্ষীয়ান সিনেটর বব মেনেন্ডেজ। আইন বিভাগের প্রসিকিউটররা অভিযোগ করেছেন মিশরের সরকারকে সহায়তার বিনিময়ে লাখ লাখ ডলার ঘুষ নিয়েছেন মেনেন্ডেজ ও তার স্ত্রী। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। মেনেন্ডেজের নিজের রাজ্য নিউ জার্সির আসন থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন তার নিজের দল ডেমোক্রেট নেতারা। কিন্তু সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি। সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার শুক্রবার বলেছেন, এ বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত প্রভাবশালী এই কমিটির চেয়ারম্যান পদ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মেনেন্ডেজ। তিনি বলেছেন, তার এই সহকর্মী সব সময় নিউ জার্সির জনগণের কল্যাণে কঠোর কাজ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।