বরগুনায় ৩ নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ২:০১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
বরগুনা: জোয়ারের প্রভাবে বরগুনায় বিষখালী, পায়রা ও বলেশ্বরের পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (৬ জুন) দুপুর ১টায় বরগুনার তিন নদীতে জোয়ারের মোট উচ্চতা ছিলো তিন দশমিক ১০ সেন্টিমিটার। যা বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে।
এতে বরগুনার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে দুইদিন ধরে দিন-রাত দুইবার করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।
এতে প্রায় লক্ষাধিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম জানান, স্বাভাবিক জোয়ারে বরগুনার বিভিন্ন নদীতে দুই দশমিক ৮৫ সেন্টিমিটার উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়। অমাবস্যার প্রভাবে চাপ বেশি থাকায় জোয়ারের পানি তিন দশমিক ১০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা বিপদ সীমার ২৫ সেন্টিমিটার ওপরে।