আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বরিশালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ৮:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে প্রতিবেদক : জামায়াত-বিএনপির অপপ্রচার বন্ধ ও রাজপথে সহিংসতা প্রতিহত করতে বরিশালে আওয়ামীলীগের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর সিটি কর্পোরেশনের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপিতত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নানান ষড়যন্ত্র করছে। বিএনপি ও জামায়াতকে দেশে আর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেয়া হবে
না। জনগণকে সাথে নিয়ে সকল অপপ্রচার ও মিথ্যাচার বন্ধ করতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। বক্তারা আরও বলেন, বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে তৃনমূলে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শান্তি সমাবেশে নৌকায় ভোট দিয়ে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানানো হয়। বড় দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।