আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বরিশালে ৫শ’ কেজি আম ধ্বংস করলো বিএসটিআই

বরিশালে ৫শ’ কেজি আম ধ্বংস করলো বিএসটিআই


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৩:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Barisalবরিশাল: বরিশাল বিভাগের তিন জেলায় ১১ দিনে ফরমালিনযুক্ত ৫১০ কেজি আম ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার(০১ জুন) থেকে শনিবার (১১ জুন) পর্যন্ত বরিশাল, ঝালকাঠি ও ভোলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৪টি প্রতিষ্ঠান থেকে ৫১০ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি এক লাখ ৭৪ হাজার টাকা জরিমানা ও একজনকে দুই বছরের কারাদণ্ড‍াদেশও দেওয়া হয়।

বিএসটিআই সূত্র জানায়, ১ জুন থেকে ১১ জুন পর্যন্ত অভিযান চালিয়ে বরিশালের ১৮টি আড়ৎ ও দোকানে অভিযান চালানো হয়। এরমধ্যে ছয়টি প্রতিষ্ঠানের আমে ফরমালিন পাওয়া যায়।

ঝালকাঠি জেলার নয়টি আড়ৎ ও দোকানে অভিযান চালিয়ে তিনটি দোকানের ফলে ফরমালিন পাওয়া গেছে। ভোলা জেলার ২১টি আড়ৎ ও দোকানে অভিযান চালিয়ে পাঁচটি দোকানের ফলে ফরমালিনের পাওয়া যায়।

বিএসটিআই’র আঞ্চলিক অফিস প্রধান মো. আমিনুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।