আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বরিশাল নগরে পুলিশি নজরদারী জোরদার

বরিশাল নগরে পুলিশি নজরদারী জোরদার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৪:০১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Barisaবরিশাল: রমজানের পবিত্রতা রক্ষা ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে পুলিশের বাড়তি তৎপড়তা দেখা গেছে। পাশাপাশি স্বরাস্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে নগরীতে মোটরসাইকেলে তিনজন আরোহী চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সূত্র জানায়- চলমান রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিনতাই, মলমপার্টি, মোবাইল প্রতারণা, মাদক, জাল টাকা, চোরাচালান প্রতিরোধে কাজ করবে বিএমপির গোয়েন্দা শাখা।

এর বাইরেও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ, ইভটিজিং ও পর্নোগ্রাফি বন্ধে নগরীর আবাসিক হোটেল, পার্ক, বিনোদন স্পটগুলোতে নজরদারী জোরদার করা হবে। পোষাক ও সাদা পোষাকে এসব কাজ করবে নগর পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. আবু সাঈদ জানান, রমজান ও ঈদুল ফিতরে নগরবাসীকে নিরাপত্তা দিতে পুলিশ সর্বোচ্চ কাজ করবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কারণে যেন নগরবাসীর রমজান ও ঈদ আনন্দ নষ্ট না হয় সেই বিবেচনায়ই পুলিশের এমন প্রস্তুতি।