আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বরিশাল সিটি মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

বরিশাল সিটি মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৭:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


10কাগজ অনলাইন প্রতিবেদক: নিজস্ব জমিতে নির্মিত বাড়ি ভেঙে ফেলার হুমকির অভিযোগ এনে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র মো. আহসান হাবিব কামাল ও বরিশালের পুলিশ কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বরিশাল নগরীর ১৯নং ওয়ার্ডের বাসিন্দা মাঈনুল গণিসহ ৪ ব্যক্তি বাদী হয়ে বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতে এ অভিযোগ করেন।

পরে আদালতের বিচারক মো. মনিরুজ্জামান মামলাটি গ্রহণে শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলায় অন্যান্য বিবাদীরা হলেন, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর, বিসিসির উপ-সহকারী প্রকৌশলী (এসও) এবং ঘটনাস্থলে থাকা ফাতেমা মঞ্জিলের বাসিন্দা গোলাম মোস্তফা।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া আলেকান্দা মৌজার ২৩১৭, ২৩১৮ এবং ২৯৭০নং খতিয়ানের ৩০ শতাংশ জমি বাদীপক্ষ ভোগ-দখল করে আসছিলেন। ২০০২ সালের ১৪ জানুয়ারি বিসিসি থেকে প্ল্যান নিয়ে ওই জমিতে ৩ তলা ভবন নির্মাণ করা হয়।

২০১৫ সালের এপ্রিল মাসে ভবনটির অংশ বিশেষ সরকারি জমিতে পড়েছে জানিয়ে বিসিসি থেকে তা ভেঙে ফেলতে বাদীকে নোটিশ দেওয়া হয়। কিন্তু তা ভাঙা না হওয়ায় চলতি বছরের ২১ এপ্রিল বিসিসি থেকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।

এ ঘটনায় অভিযোগে বিবাদীরা যাতে জমিতে প্রবেশ বা ক্ষতি না করতে পারে এজন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।