আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বর্ণবাদ বিরোধী স্লোগান নিয়ে মাঠে নামবেন ইংলিশ ক্রিকেটাররা

বর্ণবাদ বিরোধী স্লোগান নিয়ে মাঠে নামবেন ইংলিশ ক্রিকেটাররা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২০ , ৪:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে আগেই শামিল হয়েছে প্রিমিয়ার লিগ। ফুটবলাররা জার্সিতে নিজেদের নামের বদলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিশেষ স্লোগানটা লিখে তবেই মাঠে নেমেছেন। পরে জার্সিতে বসিয়েছেন স্লোগানটির লোগো। হাঁটু গেড়ে বসে পুলিশের নির্যাতনে নিহত মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে জানিয়েছেন শ্রদ্ধা।

এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা টেস্ট খেলতে মাঠে নামবেন জার্সিতে ব্ল্যাক লাইভস ম্যাটার লোগো নিয়ে। ক্যারিবিয়ান ক্রিকেটাররাও জার্সিতে বিশেষ লোগোটা লাগাবেন।

জানা গেছে, সমাজ ও ক্রীড়াঙ্গন থেকে বর্ণবাদের বিষবাষ্প দূর করার যুদ্ধে সমর্থন দিলেও প্রথম টেস্টে হাঁটু গেড়ে মাঠে বসবেন না ইংলিশ ক্রিকেটাররা।

৮ জুলাই সাউদ্যাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। লকডাউনের পর এটাই হবে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।