আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বল হাতে অধিনায়ক নাসিরের চমক

বল হাতে অধিনায়ক নাসিরের চমক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২১ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফিটনেসহীনতায় বাংলাদেশের ঘরোয়া শেষ দু’টি টুর্নামেন্টে জায়গা হয়নি নাসির হোসেনের। তবে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লীগের চতুর্থ আসরে খেলছেন তিনি অধিনায়কের মর্যাদা নিয়ে। আর নাসির শুরুতেই দেখালেন বল হাতে চমক। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন পুনে ডেভিলসের অধিনায়ক নাসির হোসেন। আর প্রতিপক্ষ দল ডেকান গ্ল্যাডিয়েটরসে শুরুতেই দেন ধাক্কা। একে একে তিনি সাজঘরে ফেরান দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও সুনীল নারইনকে। নির্ধারিত দুই ওভারের স্পেলে ১৭ রানে তিন উইকেট নেন এ বাংলাদেশি অফস্পিনার। এতে ১০ ওভারে ১০৪/৫ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে অধিনায়ক কাইরন পোলার্ডের দল।
প্রোটিয়া ব্যাটসম্যান ক্যামেরন ডেলপোর্ট করেন ২৫ রান।
এর আগে পুনে ডেভিলসের অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করে টি-১০ লীগে তাদের স্কোয়াড প্রকাশ করা হয়। দলটির আইকন ক্রিকেটার ডেভিড মালান। অনুমান করা হচ্ছিল, তিনিই হয়তো পাবেন অধিনায়কের দায়িত্ব। যদিও গতকাল দলে ছিলেন না এ ইংলিশ ব্যাটসম্যান। অলরাউন্ডার নাসির ছাড়াও একই দলে রয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান। গতকাল একাদশের বাইরে ছিলেন মুনির। পুনে দলে রয়েছেন মোহাম্মদ আমির, হার্দুস ভিলিওন, চ্যাডউইক ওয়ালটনের মতো ক্রিকেটাররা।