বস্ত্র খাতে ২৬ কোম্পানির মুলধনের তুলনায় রিজার্ভ বেশি
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২১ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে প্রতিবেদক : পরিশোধিত মূলধনের চেয়ে রিজার্ভ বেশি রয়েছে বস্ত্র খাতের ২৬ কোম্পানির। কোম্পানিগুলো হলো- আমান কটন, এপেক্স স্পিনিং, আরগন ডেনিমস, ড্রাগন সোয়েটার, এনভয় টেক্সটাইলস, এস্কয়ার নিট কম্পোজিট, হামিদ ফেব্রিক্স, এইচআর টেক্সটাইল, হা-ওয়েল টেক্সটাইলস, মালেক স্পিনিং মিলস, মতিন স্পিনিং মিলস, এমএল ডাইং, মুন্নু ফেব্রিক্স, নিউ লাইন ক্লোথিংস, প্রাইম টেক্সটাইল, রহিম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, সাফকো স্পিনিং মিলস, সায়হাম কটন মিলস, সায়হাম টেক্সটাইল, শাশা ডেনিমস, সোনারগাঁও টেক্সটাইলস, স্কয়ার টেক্সটাইল, স্টাইলক্রাফট, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস এবং তশরিফা ইন্ডাস্ট্রিজ।
আমান কটন : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১০০ কোটি ৮৩ লাখ টাকা এবং রিজার্ভ ২৪১ কোটি ৭৯ লাখ টাকা। মুলধনের বিপরীতে রিজার্ভ রয়েছে ১৪০ কোটি ৯৬ লাখ টাকা বেশি। এপেক্স স্পিনিং : কোম্পানিটির পরিশোধিত মুলধন ৪ কোটি ৪০ লাখ টাকা এবং রিজার্ভ ৩৬ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ২৮ কোটি ১ লাখ টাকা। আরগন ডেনিমস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৩২ কোটি ২৮ লাখ টাকা এবং রিজার্ভ ১৩৭ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৫ কোটি ২০ লাখ টাকা। ড্রাগন সোয়েটার : কোম্পানিটির পরিশোধিত মুলধন ২০০ কোটি ৭৬ লাখ টাকা এবং রিজার্ভ ১৩০ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৭০ কোটি ২৩ লাখ টাকা। এনভয় টেক্সটাইলস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৬৭ কোটি ৭৪ লাখ টাকা এবং রিজার্ভ ৩৬৪ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১৯৭ কোটি ১ লাখ টাকা। এস্কয়ার নিট কম্পোজিট : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৩৪ কোটি ৯০ লাখ টাকা এবং রিজার্ভ ৪৩৭ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৩০২ কোটি ৫৪ লাখ টাকা। হামিদ ফেব্রিক্স : কোম্পানিটির মুলধন ৯১ কোটি ১ লাখ টাকা এবং রিজার্ভ ১৭৬ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৮৫ কোটি ১০ লাখ টাকা। এইচআর টেক্সটাইল : কোম্পানিটির পরিশোধিত মুলধন ২৫ কোটি ৩০ লাখ টাকা এবং রিজার্ভ ৮২ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৫৭ কোটি ৬৩ লাখ টাকা। হা-ওয়েল টেক্সটাইলস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ৫৬ কোটি টাকা এবং রিজার্ভ ১১৪ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৫৮ কোটি ৭৬ লাখ টাকা। মালেক স্পিনিং মিলস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৯৩ কোটি ৬০ লাখ টাকা এবং রিজার্ভ ৪৮৬ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ২৯৩ কোটি ৩৯ লাখ টাকা। মতিন স্পিনিং মিলস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা এবং রিজার্ভ ২৯০ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১৯৩ কোটি ৫০ লাখ টাকা।
এমএল ডাইং : কোম্পানিটির পরিশোধিত মুলধন ২৩২ কোটি ৪৩ লাখ টাকা এবং রিজার্ভ ৩২৯ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৯৭ কোটি ১ লাখ টাকা। মুন্নু ফেব্রিক্স : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১১৫ কোটি টাকা এবং রিজার্ভ ১৬১ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। নিউ লাইন ক্লোথিংস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ৭৮ কোটি ৫৩ লাখ টাকা এবং রিজার্ভ ৯৯ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ২০ কোটি ৯৩ লাখ টাকা। প্রাইম টেক্সটাইল : কোম্পানিটির পরিশোধিত মুলধন ৩৮ কোটি ২০ লাখ টাকা এবং রিজার্ভ ১৮০ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১৪২ কোটি ৭৪ লাখ টাকা। রহিম টেক্সটাইল : কোম্পানিটির পরিশোধিত মুলধন ৯ কোটি ৪৬ লাখ টাকা এবং রিজার্ভ ২৫ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১৫ কোটি ৯৪ লাখ টাকা। রিজেন্ট টেক্সটাইল : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১২৮ কোটি ৬১ লাখ টাকা এবং রিজার্ভ ১৬১ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৩২ কোটি ৭৩ লাখ টাকা। সাফকো স্পিনিং মিলস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ২৯ কোটি ৯৮ লাখ টাকা এবং রিজার্ভ ৩৩ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৩ কোটি ৫৭ লাখ টাকা।
সায়হাম কটন মিলস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৪৮ কোটি ৭৮ লাখ টাকা এবং রিজার্ভ ৩০৯ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১৬০ কোটি ৮১ লাখ টাকা। সায়হাম টেক্সটাইল : কোম্পানিটির পরিশোধিত মুলধন ৯০ কোটি ৫৬ লাখ টাকা এবং রিজার্ভ ২১২ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১২২ কোটি টাকা। শাশা ডেনিমস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৪১ কোটি টাকা এবং রিজার্ভ ৩১৮ কোটি টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১৭৬ কোটি ৯৭ লাখ টাকা। সোনারগাঁও টেক্সটাইলস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ২৬ কোটি ৪৭ লাখ টাকা এবং রিজার্ভ ৩২ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৬ কোটি ২৫ লাখ টাকা। স্কয়ার টেক্সটাইল : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৯৭ কোটি ২৫ লাখ টাকা এবং রিজার্ভ ৫১৮ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৩২১ কোটি ২৬ লাখ টাকা। স্টাইলক্রাফট : কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৩ কোটি ৮৯ লাখ টাকা এবং রিজার্ভ ২০ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৬ কোটি ২৬ লাখ টাকা। তমিজউদ্দিন টেক্সটাইল মিলস : কোম্পানিটির পরিশোধিত মুলধন ৩০ কোটি ১ লাখ টাকা এবং রিজার্ভ ২১১ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১৮১ কোটি ৯০ লাখ টাকা। তশরিফা ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটির পরিশোধিত মুলধন ৬৬ কোটি ৩৩ লাখ টাকা এবং রিজার্ভ ৮০ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকা।