আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশের আয়োজনে খুশি অস্ট্রেলিয়া

বাংলাদেশের আয়োজনে খুশি অস্ট্রেলিয়া


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২১ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনার মধ্যে বাংলাদেশ সফরে এসে প্রত্যাশার চেয়েও বেশি সুযোগ-সুবিধা পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে অংশ নিতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ড দলকেও অস্ট্রেলিয়ার মতো যতটুকু সম্ভব সুযোগ-সুবিধা দেওয়া হবে। এমনটিই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সুজন বলেন, যেহেতু পরপর দুটি সিরিজ হচ্ছে, সেহেতু নিউজিল্যান্ডও অস্ট্রেলিয়ার মতো সুযোগ-সুবিধা চাইবে। আমাদেরও চেষ্টা থাকবে যতটুকু সম্ভব, সেসব নিশ্চিত করা। স্বাস্থ্য নিরাপত্তা প্রসঙ্গে কিন্তু শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা বিদেশি দলগুলোর জন্য নয়। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ও আছে। তিনি আরও বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া বেশ সন্তোষ প্রকাশ করেছে। আমার মনে হয়, তারা প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছে। আমরা যে এ রকম জৈব সুরক্ষাবলয় তৈরি করতে পারব, তাদের চাহিদা অনুসারে প্রতিটি বিষয় নিশ্চিত করতে পারব, তারা হয়তো এতটা আশা করেনি। এ মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। সিলেটে পাঁচটি ওয়ানডে আর ও একটি চার দিনের ম্যাচ খেলবে তারা। এব্যাপারে বিসিবি প্রধান নির্বাহী বলেন, আশা করছি, এই মাসের মধ্যেই বেশ কিছু কার্যক্রম শুরু হয়ে যাবে। যুব দল, মেয়েদের ক্রিকেট, গেম ডেভেলপমেন্ট ও এইচপির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।