আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২১ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য শন উইলিয়ামসকে অধিনায়ক করে ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসকান্ডা। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ। এরা হলেন- চিভাঙ্গা তানাকা জয়লর্ড গাম্বি, তাকুজওয়ানাশে কাইতানো ও ডিওন মেয়ার্স। তানাকা ও মেয়ার্স দুজনেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৫টি করে। আর গাম্বি খেলেছেন ৪৪টি ও কাইতানো ২১টি। পাশাপাশি অভিজ্ঞ ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো ও ক্রেইগ আরভিনও রয়েছেন। সূচী অনুযায়ী আগামী ৭ জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক) রেগিস চাকাভা, টেন্দাই চাতারা, টেন্দাই চিসোরো, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংউই, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।