আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বাংলাদেশে আসছেন শিল্পা শেঠি

বাংলাদেশে আসছেন শিল্পা শেঠি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২২ , ২:০৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বাংলাদেশে আসছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আগামী ৩০ জুলাই ঢাকায় আসবেন তিনি। এক ভিডিও বার্তায় শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ১৭ মে (মঙ্গলবার) বাংলাদেশি ব্যবসায় প্রতিষ্ঠান মিরর গ্রুপের পক্ষ থেকে তাদের ফেসবুকে শিল্পা শেঠির একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে শিল্পা জানান, মিরর প্রেজেন্টস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২২ উপলক্ষ্যে আগামী ৩০ জুলাই ঢাকা আসছেন। এ সময় তিনি রাজধানীর শেরাটন হোটেলে অবস্থান করবেন। একইসাথে বাংলাদেশি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাও পোষণ করেন এই অভিনেত্রী।

শিল্পী শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘বাজিগর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন শিল্পা শেঠি।