আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশ-আয়ারল‌্যান্ড সিরিজের কো স্পন্সর ওয়ালটন

বাংলাদেশ-আয়ারল‌্যান্ড সিরিজের কো স্পন্সর ওয়ালটন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২৩ , ৪:৫৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক :  বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের কো স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)। এ ছাড়া অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক।

বুধবার (১৫ মার্চ) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ওয়ালটনকে কো-স্পন্সর ও রিমার্ককে অ্যাসোসিয়েট স্পন্সর হিসবে ঘোষণা করা হয়। এ ছাড়া এই সিরজে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মধুমতি ব্যাংক লিমিটেড ও পাওয়ার স্পন্সর মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার।

সিরিজের লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু), টাইটেল স্পন্সর মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির, প্রধান নির্বাহী সফিউল আজম, পাওয়ার স্পন্সর মিস্টার হোয়াইটের পক্ষ থেকে কাজী এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী রফিকুল আমিন, কো-স্পন্সর ওয়ালটন গ্রুপের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান ও অ্যাসোসিয়েট স্পন্সর রিমার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল উদ্দিন।

গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। ওয়ালটনকে এবারও পাওয়ায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘কো-স্পন্সর হিসেবে আছে ওয়ালটন। ওয়ালটন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘ ধরে আছে। তাদের সহোযোগিতা সবসময় ক্রিকেট বোর্ডের সঙ্গে ছিল। আবার তাদের আমরা পেয়েছি, এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত।’

অ্যাসোসিয়েট স্পন্সর রিমার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল তাদের স্পন্সর হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা আসলে একেবারে নতুন একটি কোম্পানি এবং আমেরিকান কসমেটিকস এবং স্কিন কেয়ার ব্র্যান্ড। নিওর সিওডিল, হারলিন ও ব্লেইজ-ও-স্কিন এই চারটি ব্র্যান্ড নিয়ে এসেছি। আরও কিছু পরিকল্পনা রয়েছে। আপাতত যে চারটি ব্র্যান্ড আয়ারল্যান্ড সিরিজের সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছি এবং এই সংযোগ করে দেওয়ার জন্য বিসিবি ও মাত্রাকে ধন্যবাদ জানাচ্ছি।’

এই সফরে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ সিরিজ শুরু হবে ১৮ মার্চ থেকে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে দুই চলে যাবে চট্টগ্রামে।

২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ। দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ৪ এপ্রিল শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।