আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্সে গর্বিত কাবরেরা

বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্সে গর্বিত কাবরেরা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২২ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


দিনের শেষে প্রতিবেদক : এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ দল। ম্যাচ হারলেও পুরো ৯০ মিনিট মাঠে দাপিয়ে বেড়িয়েছে জামাল ভূঁইয়ারা। তাদের এমন দারুণ পারফরম্যান্সে নিজেকে গর্বিত মনে করছেন কোচ হাভিয়ের কাবরেরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে শনিবার (১১ জুন) তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি আসে মোহাম্মদ ইব্রাহিমের পা থেকে। তুর্কমেনিস্তানের হয়ে গোল করেছেন আলতিমিরাত ও আমানোভ। প্রথম ম্যাচে বাহরাইনের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তান। হতাশ হওয়ার কথা থাকলেও ফুটবলারদের দারুণ খেলায় মুগ্ধ কাবরেরা। তিনি বলেন, ‘অনেক গর্বিত একই সঙ্গে খারাপও লাগছে যে আমাদের যে ফলটা প্রাপ্য ছিল সেটা আজ পাইনি। আজ ম্যাচ জেতার ভালো সুযোগ ছিলা আমাদের। আগের ম্যাচে কর্নার থেকে গোল খাওয়ার পর আজকেও আমরা সেই কর্নার থেকেই শুরুতে গোল হজম করলাম। ’ খেলোয়াড়দের ম্যাচ জেতার তাড়নার পাশাপাশি কাবরের তুলে ধরেছেন ভুলগুলোও, ‘শুরুতে গোল খেলেও ছেলেদের ম্যাচে ফেরার তাড়না আর শক্তি ছিল। প্রথমার্ধে আমরাই ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিলাম। আমরা জানতাম তুর্কমেনিস্তানের ফুটবলাররা শারীরিকভাবে শক্তিশালী এবং ম্যাচে তারা ফিরবেই। তবে আমাদের এটাও জানা ছিল প্রতি আক্রমণ থেকে আমাদের গোলের সুযোগ আছে। পেয়েছিলাম’ও কিন্তু সুযোগগুলো নষ্ট হলো। এমনকি শেষ দিকেও ফ্রি-কিক থেকেও গোলের সুযোগ ছিল কিন্তু আমরা পারলাম না। ’ ফিফা র‍্যাংকিংয়ের উপরের বা নিচের দলের বিপক্ষে হারলেই নেতিবাচক কথা শুনতে হয় কোচ, ফুটবলারদের। কিন্তু ফিফা র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে ড্র বা লড়াকু পারফরম্যান্সের পর নেতিবাচক কথা শুনতে রাজি নন কাবরেরা, ‘আপনারাই বলুন আজকে আমাদের কয়টা সুযোগ ছিল? ৫-৬টা? এটা অবশ্যই ইতিবাচক দিক। আমরা এমন সব দলের বিপক্ষে খেলছি যারা আমাদের ৫০, ৬০ এমনকি ১০০ ধাপ এগিয়ে। সুতরাং দয়া করে নেতিবাচক কিছু বলবেন না। খুব সহজ হিসাব। ’