আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২২ , ৪:৪৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জেমি ডে’কে ‘ওএসডি’ করার পর অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে বাংলাদেশ ফুটবল দলের কাজ চলছিল। অবশেষে পূর্ণ মেয়াদে জামাল ভূঁইয়াদের নতুন কোচ চূড়ান্ত হয়েছে। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার হাতে আগামী এক বছরের জন্য জাতীয় দল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় টিমস কমিটি। আজ (শনিবার) এক সভায় নতুন কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে সবাই ঐক্যমত হয়েছে। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সভা শেষে দুপুরে বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে নতুন স্প্যানিশ কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মাসের শেষ দিকে ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়া সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দুটি সামনে রেখে ১৫ কিংবা ১৬ জানুয়ারি ঢাকায় আসবেন বাংলাদেশ দলের নতুন কোচ।