আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশ ফুটবল দলে ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক

বাংলাদেশ ফুটবল দলে ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : করোনার কারণে এখনো বন্ধ দেশের ঘরোয়া ফুটবল। তবে ‘নিউ নরমাল’ জীবনে সবকিছু পাল্টাতে শুরু করেছে। আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। আবার বাংলাদেশের ক্রিকেটাররাও মাঠে অনুশীলনে নেমেছেন। এরমধ্যে জাতীয় ফুটবল দলের মাঠে নামার পথটাও তৈরি। সামনেই বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ। তার আগে রোববার ক্যাম্পের জন্য ৩৬ জনের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হানসহ দলে আছেন তিন নতুন মুখ।

ঢাকার ঘরোয়া ফুটবলে পরিচিত নাম কাজী তারিক। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন তিনি। এই ডিফেন্ডারের জাতীয় দলে অভিষেক হওয়ার পথ খুলে গেল। এবার ক্যাম্পে যোগ্যতার পরিধি দেখাতে পারলেই হয়। তারিকের পাশাপাশি প্রাথমিক দলে ডাক পাওয়া তিন নতুন মুখ- উত্তর বারিধারার ফরওয়ার্ড সুমন রেজা, বাংলাদেশ পুলিশ এফসি’র হয়ে খেলা মিডফিল্ডার নাজমুল হোসেন ও ফরওয়ার্ড এমএস বাবলু।

ইনজুরির ধাক্কা সামলে দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের দুই মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি ও শেখ রাসেলের ফরওয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহ। করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ শুরু আগামী অক্টোবরে। এর আগে আগস্টের প্রথম সপ্তাহে গাজীপুরের একটি রিসোর্টে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে।

বাছাইয়ের প্রথম ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ। প্রাথমিক দল থেকে এক মাসের মধ্যে ২৫ জন খেলোয়াড় চূড়ান্ত করবেন কোচ জেমি ডে।

৩৬ জনের প্রাথমিক দল- আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, কাজী তারিক রায়হান, মনজুরুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাশুক মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, নাজমুল ইসলাম রাসেল, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আবদুল্লাহ, এমএস বাবলু ও সুমন রেজা।