আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২১ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. মাসুম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত মাসুম বোরহানউদ্দিন উপজেলার দালালপুর এলাকার মো. মনিরউদ্দিনের ছেলে।
লালমোহন থানার এসআই মো. সোহেল জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাসুমের স্বজনরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত ডাক্তার মাসুমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।