আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বাংলামোটরে বিহঙ্গ বাসের ধাক্কায় নিহত ২

বাংলামোটরে বিহঙ্গ বাসের ধাক্কায় নিহত ২


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২০ , ৬:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বাসের চালককে আটক করেছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী সময় টেলিভিশনের সংবাদকর্মী খালিদ ফরায়েজি বলেন, একটা বাস এসে ধাক্কা দিলো। মোটরসাইকেলটি পড়ে গেল। তারপর বাসটি তার উপর দিয়ে চলে গেলো। পরে দেখলাম দুই জনের মরদেহ পড়ে আছে। আরো একজন আহত হয়েছেন। আহত ওই ব্যক্তিকে অন্য পথচারীরা চিকিৎসা দিচ্ছিলেন। মৃতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।