আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র বাইডেন ও তার স্ত্রী করোনা নেগেটিভ

বাইডেন ও তার স্ত্রী করোনা নেগেটিভ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২০ , ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র


দিনের শেষে ডেস্ক : করোনা নেগেটিভ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাইডেনের ডাক্তার কেভিন ও’কনোর।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে তাদের করোনা টেস্ট করানো হয়। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের।
নির্বাচনী বিতর্কের একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত হন। যেহেতু ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন জো বাইডেন সুতরাং শঙ্কা ছিল তিনিও করোনা আক্রান্ত হতে পারেন। কিন্তু শুক্রবার তিনি ও তার স্ত্রী পিসিআর টেস্ট করান। সেখানে দুজনেই নেগেটিভ হন।
এ বিষয়ে ডাক্তার কেভিন ও’কনোর বলেন, “শুক্রবার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও ডা. জিল বাইডেনের করোনাভাইরাসের পিসিআর টেস্ট করা হয়। এই টেস্টে তাদের শরীরে করোনা ধরা পড়েনি।”
বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বাইডেন জানান, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি ও জিল করোনা নেগেটিভ হয়েছি, যারা আমাদের জন্য দুশ্চিন্তায় ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আমি সকলকে মনে করিয়ে দিতে চাই- মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ও নিয়মিত হাত ধৌত করুন।”
যেহেতু বাইডেন করোনা নেগেটিভ হয়েছেন, সুতরাং তিনি নির্বাচনী প্রচারণা ও কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন।