আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তার ইন্তেকাল

বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তার ইন্তেকাল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২৩ , ৫:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আল আমিন আজ রোববার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারতের মিসৌরিতে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…রাজিউন)। তিনি গত ০৫ জুন থেকে ১৬ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় সরকারি ১০তম মিডক্যারিয়ার প্রশিক্ষণে (প্রশিক্ষণার্থী আইডি নম্বর- ১৭৫৬৬) অংশ নিতে ভারতের উত্তরখন্ড প্রদেশের মিসৌরিতে যান। ঘটনা নিশ্চিত করে সহকারি কমশিনার (ভূমি) উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বায়েজেদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দুপুরের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। এর আগে ২০২১ সালের ০৮ সেপ্টেম্বর বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।’ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের অংশ হিসেবে গাড়িযোগে সফর কালিন অচেতন হয়ে পড়েন তিনি। গন্তব্যে পৌঁছে সবাই গাড়ি থেকে নামতে গিয়ে সারা-শব্দ না পেয়ে সতির্থ কয়েকজন এগিয়ে গিয়ে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। উপজেলা নির্বাহি কর্মকর্তার মৃত্যুর খবরে বাউফলের বিভিন্ন মহলে শোকের ছায়া নামে।