আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে দমকা হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি

বাউফলে দমকা হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৬:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : তাপদাহের পর দমকা হাওয়ার সঙ্গে পটুয়াখালীর বাউফলে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রায় আধা ঘন্টার বৃষ্টিপাতে মুগ, তিল, ফ্যালন, মরিচসহ রবিফসল চাষিদের স্বস্তি এনেছে। এছাড়া কয়েকদিনের ভেপসা গরমে জনজীবনে বেশ ভাগান্তির সৃষ্টি হয়েছি। যা আধা ঘণ্টার বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। কচ্ছবিয়ার চরের চাষি বাবুল খান, ফিরোজ চৌধুরী, শহীদ ফরাজি, রাদুসহ কয়েকজন জানান, এবছর রোগবালাই আর  কুয়াশা, শীলাবৃষ্টি, জোয়ারের পানির হানাসহ আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন পেলেও মহামারি করোনায় পরিবহন-বিপননে ক্ষতির মুখে পড়েছে তরমুজ চাষি। এ সময়ে অল্প-স্বল্প বৃষ্টিপাতে মুগ, তিল, ফ্যালন, মরিচসহ রফিফসলের সেচসুবিধা এসেছে। এসব রবি ফসলের ভাল ফলন পাবেন কৃষকরা। বৃষ্টি সাধারণ মানুষের মাঝে স্বস্তি এলে দিলেও ঘরবন্দি খেটে খাওয়া কর্মহীন মানুষ রয়েছে বেশ কষ্টে। অনেককেই বলতে শোনা যায় কী যে করোনা আসলো। আমরা এখন কী করি। না পারি কাজে যেতে না পারি কারো কাছে হাত পাততে। আল্লাহই ভালো জানে সামনের দিনগুলো কিভাবে কটবে আমাদের।