বাকেরগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২১ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিটু খন্দকারের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার নিজে উপস্থিত থেকে এ হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগে জানা যায়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলায় কলসকাঠী ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। আহতরা হলেন— হেলাল খন্দকার (৫০) ও মিলন খন্দকার (৩৮)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. ওয়াদুদ খন্দকার টিটু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। রোববার রাতে চেয়ারম্যান প্রার্থী টিটু খন্দকার তার পরিবারের লোকজন নিয়ে কলসকাঠী ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের বাড়িতে যান। এ খবর পেয়ে সোমবার বিকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুন্না তালুকদারের নেতৃত্বে ৪০-৫০ জন লাঠিসোটা ও লোহার রড নিয়ে টিটু খন্দকারের বাড়িতে হামলা করে। হামলাকারীরা তার বাড়িতে লাগানো কয়েকটি সিসি টিভি ভাঙচুর করে। এ সময় টিটু খন্দকারের চাচাতো ভাই হেলাল খন্দকার তাদের বাধা দিলে তাকেও ধাওয়া করা হয়। আত্মরক্ষার্থে তিনি বাড়িসংলগ্ন মসজিদে উঠলে সেখানেও হামলা করে তাকে মারধর করে আহত করা হয়। সিসি টিভির ভিডিও ফুটেজে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার ও তার লোকজনকে লাঠিসোটা নিয়ে ধাওয়া করতে দেখা গেছে।স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ খন্দকার টিটু এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নিশ্চিত পরাজয় ভেবে মুন্না তালুকদার আমার বাড়িতে হামলা করেছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মুন্না তালুকদার বলেন, তাদের সঙ্গে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তার পরও আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার লোকজনকে নিয়ে আসি। বাকেরগঞ্জ থানা ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিটু খন্দকারের বাড়িতে হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।