আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বাগদানের পর ভেঙে যায় বিয়ে: অবশেষে মুখ খুললেন বিশাল

বাগদানের পর ভেঙে যায় বিয়ে: অবশেষে মুখ খুললেন বিশাল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৩ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা। ব্যক্তিগত জীবনে ‘অর্জুন রেড্ডি’খ্যাত অভিনেত্রী আনিসা রেড্ডির সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন। ২০১৯ সালে পারিবারিকভাবে বাগদান সারেন এই যুগল। ভেন্যু থেকে শুরু করে বিয়ের সবকিছুই চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিশাল জানান, আনিসার সঙ্গে তার এই বিয়ে ভেঙে গেছে। বাগদান ভেঙে যাওয়ার পর আনিসা-বিশালের জীবনের পথ বদলে যায়। এই বিচ্ছেদের পর বিশাল কি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন? এমন প্রশ্ন তার ভক্তদের থাকলেও এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি বিশালকে। ভারতীয় সংবাদমাধ্যম গালাতা ডটকমকে সাক্ষাৎকার দিয়েছেন বিশাল। এ আলাপচারিতায় ব্যক্তিগত বিষয়ে কথা বলেছেন তিনি। কথার শুরুতে বিশাল বলেন, ‘আমরা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে যৌথভাবে অনেক কিছু করার উদ্যোগ নিই। কিন্তু এটা নিশ্চিতভাবে বলতে পারি না সবকিছু ঠিকঠাক মতো হবে। এটি সৃষ্টিকর্তার কথা মতো ঘটে থাকে। যখন পরিকল্পনা মাফিক ঘটে না, তখন অবশ্যই আপনার সেই অনুভূতি হবে। কিন্তু জীবনে থেকে থাকলে চলবে না।’ বিবাহবিচ্ছেদের বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন বিশাল। এ বিষয়ে তিনি বলেন, ‘ইদানীং বিয়েবিচ্ছেদের কথা অনেক শুনছি। যাদের কথা শুনছি, তাদের মধ্যে আমার বন্ধু-বান্ধবও রয়েছে। তাহলে আপনি কেন বিয়ে করছেন? পরিপূর্ণ বোঝাপড়ার পর আপনি বিয়ে করুন। কারণ এটি দীর্ঘ জার্নি। বিয়েবিচ্ছেদ এখন খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এমনো দম্পতি রয়েছেন যারা বিয়ের ১০ বছর পর আলাদা হয়ে যাচ্ছেন। আবার বিয়ের এক বছর কিংবা ৬ মাস পরও অনেকের বিচ্ছেদ হচ্ছে।’ বিয়ে না টিকলে করণীয় কী? এমন এক প্রশ্নের জবাবে বিশাল বলেন, ‘যদি দুজনের মতানৈক্য তৈরি হয়েই যায় তবে বিচ্ছেদ ঠিক আছে! কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করতে হবে। আপনি যদি বাচ্চার প্রয়োজনের কথা ভুলে যান এবং বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, তবে তাদের মানসিক শক্তি তার বয়স অনুযায়ী তৈরি হবে! এটি হলো প্রাথমিক গুরুত্ব। সুতরাং বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার আগে সন্তানের উপর কতটা খারাপ প্রভাব পড়বে তা ভাবা উচিত।’ আনিসার সঙ্গে বিয়ে ভাঙার স্পষ্ট কারণ এখানেও উল্লেখ করেননি বিশাল। তবে গুঞ্জন রয়েছে, এ বিয়ে আনিসা ভেঙে দেন। কিন্তু কী কারণে ভেঙেছিলেন তা এখনো অজানা। আনিসার সঙ্গে বিয়ে ভাঙার পর আর বিয়ে করেননি বিশাল। তবে একাধিকবার প্রেম-বিয়ের গুঞ্জনে খবরের শিরোনাম হয়েছেন তিনি। বিশালের পরবর্তী সিনেমা ‘মার্ক অ্যান্টোনি’। অধিক রবিচন্দ্রন পরিচালিত এ সিনেমা আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে। তা ছাড়াও বর্তমানে বিশালের হাতে আরো দুটো সিনেমার কাজ রয়েছে।