আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান আর নেই

বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান আর নেই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম মাহফুজুর রহমান (৬৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বিকেলে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও গোপালপুর ইউপি চেয়ারম্যান শিকদার আবু বক্কর জানান, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম মাহফুজুর রহমানে মরদেহ ঢাকা থেকে সকালে কচুয়ায় পৌঁছাবার পর তার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নামাজে জানাজা এবং দাফনের স্থান ও সময় পরবর্তীতে জানানো হবে।