আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাগেরহাটে কবুতরের জন্য নদীতে নেমে জাহাজের লস্কর নিখোঁজ

বাগেরহাটে কবুতরের জন্য নদীতে নেমে জাহাজের লস্কর নিখোঁজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২১ , ১:০১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ভৈরব নদীতে পণ্যবাহী লাইটার জাহাজের লস্কর লিমন (২৪) নামের এক নৌযান শ্রমিক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাগেরহাট শহরের মুনিগঞ্জে এলাকায় জাহাজে থাকা পালিত কবুতর ধরতে গিয়ে নদীতে নেমে লিমন ডুবে যায়। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের দুইটি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
লাইটার জাহাজের মাস্টার শিমুল জানান, জাহাজে থাকা পোষা একটি কবুতর নদীতে পড়ে গেলে লিমন নদীতে কবুতরটিকে তুলতে নামে। এসময় প্রচণ্ড স্রোতে সে নদীতে ভেসে যায়। স্থানীয় ট্রলারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করলেও লিমনের কাছে পৌঁছানোর আগে সে ডুবে যায়। জাহাজটি গত ১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়ে বোঝাই করে ১৯ মার্চ বাগেরহাটে এসে পৌঁছায়। এখানে গম খালাসের পরে জাহাজটির ফিরে যাওয়ার কথা ছিলো।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, কবুতর তুলতে নেমে লিমন নামের এক নৌযান শ্রমিক নদীতে ডুবে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ নৌযান শ্রমিকের সন্ধ্যানে উদ্ধার অভিযান চালাচ্ছে।