আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাগেরহাটে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

বাগেরহাটে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


BikeAccidentবাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজিত কুমার দাস (৩৫) ও তার স্ত্রী সুমিতা রাণী দাস (২৬)। সুমিতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের হরিপদ দাসের মেয়ে। সুজিত ফাইভ রিং সিমেন্ট কারখানার কর্মকর্তা ছিলেন। তার রাজবাড়ি শহরে।

বাগেরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শেখ জামাল উদ্দিন জানান, সোমবার সকালে সুজিত তার স্ত্রী সুমিতাকে নিয়ে শ্বশুর বাড়ি ফকিরহাট থেকে রাজবাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন। পথিমধ্যে তারা বৈলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।