আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাগেরহাটে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫৮

বাগেরহাটে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫৮


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১২:৪১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


bagerhবাগেরহাট: বাগেরহাটে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও জামায়াত কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের শনিবার (১১ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরআগে শুক্রবার রাতভর জেলার নয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্যা বলেন, নাশকতার মামলার সন্দেহভাজন দুই জামায়াত কর্মী ও বিভিন্ন মামলার চারজন সাজাপ্রাপ্তসহ মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।

এ নিয়ে গেলো সাঁড়াশি অভিযানের দুইদিনে বাগেরহাটে ১৩০ জনকে গ্রেফতার করলো পুলিশ।