আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাঘারপাড়ায় ডাকাতের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বাঘারপাড়ায় ডাকাতের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


jessoreযশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় ডাকাতদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ জুন) ভোর ৫টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

তিনি বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের শামছুল হোসেনের ছেলে।

মৃতের ভাই মিজানুর রহমান জানান, গভীর রাতে ৬/৭ জন হাফ প্যান্ট পরিহিত লোক তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা জেগে উঠে চিৎকার করলে আনোয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা

স্থানীয়দের ধারণা, আনোয়ার হোসেনের বাড়িতে থাকা কয়েকটি গরু চুরি বা ডাকাতি করতে এসেছিল দুর্বৃত্তরা।

বাঘারপাড়ার খাঁজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হবে।