বাচ্চাদের টিফিনে তৈরি করুন মজাদার ভেজিটেবল ললিপপ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৭:২৮ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল
কাগজ অনলাইন ডেস্ক: বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য মায়েদের কত না কষ্ট করতে হয়। সবজির নানা আইটেম তৈরি করতে হয় প্রতিনিয়ত। চিকেন ললিপপ খাবারটি সব বাচ্চারাই পছন্দ করে। এবার সবজি দিয়ে তৈরি করে ফেলুন মজাদার ভেজিটেবিল ললিপপ। বিকেলের নাস্তায় হোক কিংবা টিফিনে তৈরি করতে পারেন মজাদার ভেজিটেবিল ললিপপ।
উপকরণ:
৩টি সিদ্ধ আলু
১টি গাজর কুচি
১টি পেঁয়াজ কুচি
৫০ গ্রাম পনির কুচি
১ চা চামচ আদা রসুনের পেস্ট
১/২ চা চামচ মরিচ গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১টি ম্যাগি মশলা
১ চা চামচ চাট মশলা
লবণ
১ চা চামচ কর্ণফ্লাওয়ার
১ চা চামচ ময়দা
৫০ গ্রাম ব্রেড ক্রাম্বস
তেল
টুথপিক
প্রণালী:
১। সিদ্ধ আলু এবং পনির কুচি ভাল করে মিশিয়ে নিন।
২। এরসাথে পেঁয়াজ কুচি, গাজর কুচি, আদা রসুনের পেস্ট, ম্যাগি মশলা, চাট মশলা, মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ভাল করে মেশান।
৩। এবার মিশ্রণটি দিয়ে ছোট ছোট বল তৈরি করুন এবং বলগুলো ফ্রিজে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন।
৪। একটি পাত্রে ময়দা, কর্ণফ্লাওয়ার এবং পানি মিশিয়ে নিন।
৫। বলগুলো ফ্রিজ থেকে বের করে প্রথমে কর্ণফ্লাওয়ারের মিশ্রণে তারপর ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নিন।
৬। প্যানে তেল গরম হয়ে এলে এতে বলগুলো দিয়ে দিন। অল্প আঁচে ৩-৪ মিনিট ভাজুন।
৭। বাদামী রং হয়ে আসলে বলগুলো নামিয়ে ফেলুন।
৮। একটি টুথপিক বা কাঠি বলের ভেতর ঢুকিয়ে নিন। টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল ললিপপ।