বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩৭০ কোটি টাকা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২২ , ৫:৩২ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে প্রতিবেদক : দেশের শেয়ারবাজার আরও একটি সপ্তাহ কেটেছে নেতিবাচক ধারায়। এ সময় বাজারে লেনদেন ও সূচক কমেছে। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩৭০ কোটি ৬০ লাখ টাকা। শনিবার (২৬ নভেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৭৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬২৫ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৪৫৪ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকা।
অপরদিকে, সিএসইতে সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৩৯৫ কোটি ২২ লাখ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৮ হাজার ৩১১ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে বাজার মূলধন কমেছে ১ হাজার ৯১৬ কোটি ২৮ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে মোট বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩৭০ কোটি ৬০ লাখ টাকা।
ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২০ কোটি ১ লাখ ৮৪ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার ৮০২ কোটি ২৮ লাখ ৯২ হাজার টাকা।
গেলো সপ্তাহে ডিএসইতে ৩৭৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।