আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাজেটে মাতৃত্বকালীন ভাতা বাড়ানোয় অভিনন্দন

বাজেটে মাতৃত্বকালীন ভাতা বাড়ানোয় অভিনন্দন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৮:৩১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


motherকাগজ অনলাইন প্রতিবেদক: আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে দরিদ্র নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা বাড়ানোয় সরকারকে অভিনন্দন জানিয়েছে বেসরকারি সংস্থা ডরপ।

বাজেটে মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ৯০ শতাংশ বাড়িয়ে ৫ লাখে উন্নীত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার এক বিবৃতিতে ডরপের প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এ এইচ এম নোমান বলেন, ‘দারিদ্র্য বিমোচনে সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মাতৃত্বকালীন ভাতা একটি অনন্য ও বাস্তবসম্মত কর্মসূচি। এ কর্মসূচি সম্প্রসারণ করে সরকার শুধু একটি যথাযথ পদক্ষেপই গ্রহণ করেনি, মায়ের মর্যাদা ও ক্ষমতায়নে উন্নয়ন তলরেখার (বটমলাইন) স্বীকৃতিও বাড়লো।’

প্রসঙ্গত, মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ কর্মসূচির জন্য জাতীয় বাজেটে বরাদ্দের অংশীদারত্বসহ অ্যাডভোকেসি করে আসছে ডরপ।