আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাজেট বাস্তবায়ন অসাধ্য

বাজেট বাস্তবায়ন অসাধ্য


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৩:০০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


embassyকাগজ অনলাইন প্রতিবেদক: ‘সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন অসাধ্য,’ এমন মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

বুধবার (০৮ জুন) সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করে তাহজীব বলেন, অতীতে বাজেট উপস্থাপন করার পর গঠনমূলক সমালোচকরা বাজেটকে উচ্চাভিলাষী বলে সমালোচনা করতেন।

‘এখন অর্থমন্ত্রী নিজেই বাজেটকে উচ্চাভিলাষী বলে আখ্যায়িত করছেন। উনি বলেছেন, বড় অভিলাষ থাকা কোনো অন্যায় নয়, বরং বড় অভিলাষ না থাকলে বড় অর্জন সম্ভব নয়।’

তিনি বলেন, ওনার (অর্থমন্ত্রীর) কথার সঙ্গে অনেকাংশেই আমি একমত। তবে অর্থমন্ত্রী ও তার টিমের অভিলাষ বা উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে উচ্চ প্রস্তুতি এবং কাঙ্ক্ষিত প্রেক্ষাপট ও কাঠামো আছে কিনাÑসেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং সংশয় আছে। আমি আমার অবস্থান থেকে সংশয় প্রদর্শন করছি এবং বাজেটকে বাস্তবায়ন-অসাধ্য বলে মনে করছি।’

সরকারের প্রতি প্রশ্ন রেখে তাহজীব বলেন, সরকার আয় বুঝে ব্যয় করছে কি না? ব্যয় যথাযথভাবে করছে কি না? এই বিশাল ব্যয় নির্বাহ করতে গিয়ে রাজস্ব আদায়ের যে টার্গেট ধরা হয়েছে, তা সামগ্রীক অর্থনীতির জন্য ইতিবাচক কি না? তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।

‘এ অর্থবছরে প্রাক্কলিত ব্যয় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, প্রাক্কলিত আয় ২ লাখ ৪৮ হাজার ২৬৮ কোটি টাকা এবং ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি। ব্যয় দেখে যতটা চমৎকৃত হতে হচ্ছে, তার চেয়ে বেশি আশঙ্কা বাড়ছে ঘাটতি দেখে।’

সামরিক খাতে বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে তাহজীব বলেন, এত অস্ত্র-সমরাস্ত্র দিয়ে কী হবে? যদি জাতিকেই সুস্থ রাখতে না পারি? তাই সরকারের উচিৎ হবে পুরো বণ্টনব্যবস্থা পুনর্বিবেচনা করে সংযোজন কিংবা বিয়োজন করা।

বরাদ্দ বাজেটের অপচয়:
বিভিন্ন সংস্থার সমীক্ষা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সংস্থায় উঠে এসেছে কিলোমিটার প্রতি রাস্তা ও রেলপথ নির্মাণের খরচ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বাধিক। নিশ্চয়ই এটি নির্মাণসামগ্রীর উচ্চমূল্যের কারণে নয়, বরং এখানে শুভংকরের কোনো ফাঁকি রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে দায়বদ্ধতা এবং সুশাসনের অভাবের বিষয়েও কথা বলেন এই সংসদ সদস্য।