আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাটলারের সেই জার্সি এবার নিলামে উঠালেন

বাটলারের সেই জার্সি এবার নিলামে উঠালেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ৫:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে স্পোর্টস ডেস্ক : সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয় ইংলিশ ক্রিকেটারদের ভাসিয়েছিল প্রাপ্তির পূর্ণতায়। সেই বিশ্বকাপ জয়ের প্রতিটি স্মারকই তাদের কাছে অমূল্য হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের এই চরম দুঃসময় মোকাবেলায় সেসবও এখন বিক্রিযোগ্য পণ্য। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার যেমন তহবিল সংগ্রহের জন্য নিলামে তুলেছেন বিশ্বকাপ ফাইনালের জার্সি। গত পরশু রাতে অনলাইনে এই নিলাম শুরুর পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে জার্সির দাম। এরই মধ্যে বিড হয়েছে প্রায় ২০০টি। ৭  এপ্রিল পর্যন্ত চলবে নিলাম। নিলাম থেকে পাওয়া অর্থ করোনায় আক্রান্তদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কিনতে লন্ডনের দুটি হাসপাতালকে দেবেন বাটলার। গত জুলাইয়ের লর্ডসের সেই মহাকাব্যিক ফাইনাল জয়ে বড় ভূমিকা ছিল বাটলারের। ব্যাট হাতে খেলেছিলেন ৫৯ রানের কার্যকর ইনিংস। সুপার ওভারেও ব্যাটিং করেছেন। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মুহূর্তও এসেছিল তার হাত ধরে। সুপার ওভারের শেষ বলে দারুণ দক্ষতায় রানআউট করেছিলেন মার্টিন গাপটিলকে। ফাইনালের জার্সিতে পরে সতীর্থদের অটোগ্রাফ নিয়ে রেখেছিলেন বাটলার। স্মরণীয় সাফল্যের সেই স্মারকই তিনি নিলামে তুলেছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। বাটলারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার সতীর্থরা।