আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বাধ্য হয়েই রাস্তায় শ্রমিকরা

বাধ্য হয়েই রাস্তায় শ্রমিকরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৫, ২০২০ , ২:২২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : বর্তমানে ভয়ঙ্কর এক মহামারি গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। যেটির নাম দেয়া হয়েছে করোনাভাইরাস। গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস সম্পর্কে প্রথম জানা গেলেও এরই মধ্যে এই ভাইরাস সৃষ্ট রোগের মহামারি সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। এদিকে দেশেও সংক্রমণঝুঁকি বে‌ড়েই চ‌লে‌ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৯ জনে। এছাড়া নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১৮৩ জন। এর মধ্যেও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঈদুল ফিতরে সরকারি ছুটির সময় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবে না। পাশাপাশি ঈদে আন্তঃজেলা গণপরিবহনও নতুন করে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। অর্থসঙ্কটের কারণে এক প্রকারের বাধ্য হয়েই রাজধানীর গাবতলীতে মালিকপক্ষের কাছ থেকে আর্থিক সহযোগিতার দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, পরিবহন বন্ধ থাকায় চরম অর্থকষ্টে রয়েছেন তারা। কিন্তু কেউ তাদের কোন ধরনের সহযোগিতা করছে না। এ ব্যাপারে কথা হচ্ছিলো পরিবহন শ্রমিক নেতা ফারুকের সঙ্গে। তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘গত ৪০ বছর ধরে পরিবহন শ্রমিকরা সংগঠনের সাথে জড়িত। হরতাল-অবরোধসহ অনেক কিছুই দেখেছি কিন্তু এতদিন ধরে বাস চলাচল বন্ধ থাকতে দেখিনি। তিনি আরো বলেন, ‘চলমান সঙ্কটে প্রথমদিকে আমরা পরিবহন শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু বর্তমানে তা আর সম্ভব হচ্ছে না। এখন যদি বাস মালিকরা আমাদের পাশে না দাঁড়ায় তবে আমাদের না খেয়ে মরতে হবে। পরিবহন শ্রমিকরা এক রকমের বাধ্য হয়েই রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ফারুক বলেন, ‘বাস মালিকরা যার যার শ্রমিকদের সাহায্য করতে যদি এগিয়ে আসে তবে এই সমস্যাটা খুব বেশি বড় হবে বলে মনে হয় না। এদিকে বিক্ষোভরত শ্রমিকরা জানিয়েছে, তারা এতদিন ধরে বাস মালিকদের এত টাকা পয়সা কামিয়ে দিয়েছেন কিন্তু তাদের এই সমস্যার সময় কেউ পাশে নেই।’এ সময় ঘটনাস্থল গিয়ে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক বলেন, ‘শ্রমিকদের আইডি কার্ড দেখে সব ধরনের সহযোগিতা করা হবে এর বাইরে যাদের কার্ড নেই তাদেরকে সাধারণ দুস্থ হিসেবে সাহায্য করা হবে। পরে সাংসদ আসলামুলের আশ্বাস পেয়ে দুপুরের পরে শ্রমিকরা তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে।