আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বানের পানিতে ভেসে বসতবাড়িতে ৯ ফুট লম্বা অজগর

বানের পানিতে ভেসে বসতবাড়িতে ৯ ফুট লম্বা অজগর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২১ , ২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় একটি বসতবাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়। তবে ওই সাপটি খোপের পাঁচটি হাঁস ও দুটি মুরগি মেরে ফেলেছে বলে জানা গেছে।
বনবিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের বনরক্ষী মো. মিজানুর রহমান জানান, সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপে অজগরটি দেখে স্থানীয়রা বনবিভাগের সদস্যদের খবর দেয়। পরে সাপটি উদ্ধার করা হয়।
ইয়াসের জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অজগরটির ওজন ১২ কেজি, লম্বা ৯ ফুট। সাপটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।