আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বাবার আদর্শ কন্যা শ্রদ্ধা

বাবার আদর্শ কন্যা শ্রদ্ধা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১:০৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


Shakti-Kapoorঅনলাইন বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর এ কথা সকলেরই জানা। এ কারণে, অভিনয়ের জন্য ছোটবেলা থেকেই পরিবারের কাছ থেকে উৎসাহ পেয়েছেন শ্রদ্ধা। যা বর্তমানে তাকে একজন সফল অভিনেত্রী হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

শ্রদ্ধা যখন থেকে বলিউডে পা রেখেছেন, তখন থেকেই অভিনয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়েই তার বাবা অভিনেতা শক্তি কাপুর ও তার ফুফু পদ্মিনি কোলহাপুরে ও তেজস্বিনি কোলহাপুরে। এমনটা নিজের ম‍ুখেই স্বীকার করেছেন শ্রদ্ধা।

সম্প্রতি একটি সাক্ষা‍ৎকারে ‘এক ভিলেন’খ্যাত এই তারকা বলেন, ‘প্রথম ছবিতে কাজ করার শুরুতেই আমার বাবা আমাকে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাকে অবশ্যই বুঝে সিদ্ধান্ত নিতে হবে, কেননা একটি ছবিতে কাজ করতে যেমন সময় লাগে তেমন তাতে কাজ করে শান্তিও পেতে হয়। তুমি যখন কোনো কাজ করবে তাতে তুমি তোমার জীবন খুঁজে পাবে।’

শ্রদ্ধা আরও বলেন, ‘আমি যখন ‘রক অন’-এর সিকুয়্যেলের দৃশ্যধ‍ারণ করছিলাম, আমাকে তখন রাত সাড়ে তিনটায় ঘুম থেকে উঠতে হতো। আমার যদি আমার কাজের প্রতি ভালোবাসা না থাকতো তাহলে আমি অবশ্যই আমার ঘাম আর রক্ত এক করে কোনো ছবিতেই কাজ করতে পারতাম না।’

কেমন ছবিতে অভিনয় করতে চান এ প্রশ্নের উত্তরে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি সব ধরনের ছবিতেই কাজ করতে চাই। যে ছবি আমাকে একজন ভালো অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলতে পারবো এমনভাবেই যেকোনো ছবিতে অভিনয় করতে চাই।’