আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাবা হলেন মেহেদী হাসান মিরাজ

বাবা হলেন মেহেদী হাসান মিরাজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২০ , ১২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ পুত্র সন্তানের বাবা হয়েছেন। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এই সুসংবাদ দেশবাসীকে নিজেই জানালেন মিরাজ। মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ (শনিবার) আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার। ’ মিরাজের সেই স্ট্যাটাসে নেটিজেনরাদোয়া ও শুভকামনা জানাচ্ছেন। আগামী রোববার থেকে শুরু হবে তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্ট। যেখানে রিয়াদ একাদশের হয়ে খেলবেন এই স্পিনিং অলরাউন্ডার। তার আগেই প্রথমবারের মতো বাবা হওয়ার সুসংবাদে ভাসলেন ২৩বছরের এই ক্রিকেটার।