বাবুই পাখির ছানা নিধনে তিনজনের জেল
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২১ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের ঘটনায় তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি শনিবার বিকালসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে কৃষক লুৎফর রহমানকে (৪২) ১৫ দিন, শুনীল বেপারীকে (৪৫) সাত দিন ও শুনীল মিস্ত্রীকে (৫৫) তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।
বোরো ধান খেয়ে ফেলার কারণে শনিবার সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে তাল গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙ্গে মাটিতে ফেলে দেন ওই তিনজন। এ সময় ওই সব বাসায় থাকা বাবুই পাখির ছোট ছোট ছানাগুলোও মেরে ফেলেন তারা।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।