আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাবুগঞ্জে দুর্গাসাগর দিঘিতে বড়শিতে ধরা পড়ল ৩৩ কেজির ব্রিগেড মাছ

বাবুগঞ্জে দুর্গাসাগর দিঘিতে বড়শিতে ধরা পড়ল ৩৩ কেজির ব্রিগেড মাছ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২১ , ১২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাবুগঞ্জে (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে শৌখিন মত্স্য শিকারির বড়শিতে প্রায় ৩৩ কেজি ও ১৯ কেজি ওজনের দুইটি বিশাল আকৃতির ব্রিগেড মাছ ধরা পড়েছে। বুধবার সন্ধ্যায় ধরা পড়ার প্রায় তিন ঘণ্টা পর মাছটি ডাঙ্গায় তুলতে সক্ষম হন মৎস্য শিকারিরা। এর আগে একই দিন বিকাল ৩টায় ১৯ কেজি ওজনের আরো একটি ব্রিগেড মাছ শিকার করেন তারা।
বরিশাল সদর উপজেলার কলসগ্রাম (ছয়মাইল) এলাকার শৌখিন মত্স্য শিকারি নাছিম শরিফ বলেন, মাছ শিকারের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে দেখে বরিশালের ব্যবসায়ীদের একটি দল পিকনিকের জন্য মাছ দুইটি ১ লাখ টাকায় ক্রয় করতে চেয়েছিল। আমরা মাছ দুইটি বিক্রি না করে নিজেদের মধ্যে কেটে ভাগ করে নিয়েছি।
তিনি আরো বলেন, ৫ হাজার টাকায় টিকিট কেটে বুধবার সকাল থেকে দিঘির উত্তর পাশের ৭৪ নম্বর সিটে বড়শি ফেলি। টিকিটের মেয়াদ শেষ হওয়ার আগে মাছ দুইটি বড়শিতে বাঁধে। আমার সঙ্গে অভিজ্ঞ মত্স্য শিকারি সোহেল জমাদ্দার থাকায় মাছ দুইটি ওপরে তুলতে সক্ষম হয়েছি।