আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল বার্ডস আইয়ের শীতের জ্যাকেট

বার্ডস আইয়ের শীতের জ্যাকেট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৪ , ৪:২৯ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে প্রতিবেদক :  পৌষ ও মাঘ – এই দুই মাস মিলে শীতকাল । শীত যেন এখন ফ্যাশনের এক বিশাল অনুষঙ্গ। শীতকালে ছেলেমেয়েরা নানা রকম পোশাক পড়ে নিজেকে ফ্যাশনেবল করে ফুটিয়ে তোলে কেননা এই সময়টা পোশাকে আসে পরিবর্তন। শীত আসলে যেন পোশাকের ফ্যাশনটা আরো অনেক সুন্দর হয়ে ওঠে। ফ্যাশনপিপাসু ও ভ্রমণ পিপাসুরা পোশাকে নিজেদেরকে সাজিয়ে তোলো। ফ্যাশন হাউস বার্ডস আই তাদের আউটলেটে নিয়ে এসেছে সব নতুন নতুন শীত পোশাক । ফ্ বার্ডস আই বরাবরই তাদের পোশাকে নতুনত্ব নিয়ে আসে। এবারের বিশেষ আয়োজন হিসেবে থাকছে জ্যাকেট আরো রয়েছে ফুলহাতা শার্ট, ফুলহাতা পলো টি শার্ট, বোবা হুডি, ও শীত উপযোগী পাঞ্জাবি ইত্যাদি। চায়না, ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের এসব পোশাক সারাদেশের উপজেলা ও জেলা পর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে। ( BIRDS EYE ) বার্ডস আই।

আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা। যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।