বার্ডস আইয়ের গরমের শার্ট
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৩ , ৩:২৭ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল
দিনের শেষে প্রতিবেদক : পোশাকের মধ্যে ফুটে ওঠে আভিজাত্য আর সৌন্দর্য । পোশাকটি হওয়া চাই আরামদায়ক কাপড়ের তৈরি। ফ্যাশন হাউজ বার্ডস আই গরমের কথা মাথায় রেখে তাদের আউটলেটে নিয়ে সুতি কাপড়ের নান্দনিক সব ডিজাইনের নতুন নতুন ডিজাইনের শার্ট। সেই সাথে ছেলেদের সব ধরনের পোশাক থাকছেই যেমন, টি শার্ট , পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি । চায়না, ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট , পলো টি শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রেতা বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।