বার্সার জরিমানা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১:৩৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড
অনলাইন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জরিমানা গুণতে হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। ন্যু ক্যাম্পে গত মৌসুমে বিচ্ছিন্নতাবাদী পতাকা উড়ানোতে এমন শাস্তি দিল উয়েফা। তাদের দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
যদি আগামী দুই বছরে এই কাণ্ডের পুনরাবৃত্তি না হয় তাহলে জরিমানার ৫০ হাজার ইউরো মওকুফ করা হবে।
কাতালুনিয়ার স্বাধীনতাকে কেন্দ্র করেই ইদানিং এমন প্রতীকে পতাকা উড়ানোর চল বেড়েছে। আর ইউরোপীয় ফুটবল সংস্থাটি এটিকে রাজনৈতিক প্রতীক হিসেবেই গণ্য করেছে।
গত জুলাইতেও বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একই কাণ্ডের কারণে বার্সাকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা।