আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বাসকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২

বাসকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১ , ১২:০৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চুনতি ফরেস্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। গণমাধ্যমকে এ তথ্যের সত্যত নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

তিনি বলেন, কক্সবাজার থেকে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফরেস্ট গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বাসটির ডান পাশে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো আমরা পাইনি। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে।